Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Bardhaman Station

সবজি কিনতে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ল স্টেশনের শেড

বরাত জোরে বেঁচে গেছেন দুজনেই। সখীদেবী আর পুনমদেবী প্রতি সপ্তাহে বর্ধমানে আসেন সবজি কিনতে। বিহারের মজফরপুরের আখাড়াঘাট থেকে। সেখানেই তাঁদের বাড়ি।

সবজি কিনতে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ল স্টেশনের শেড

শেষ আপডেট: 13 December 2023 13:51

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বরাত জোরে বেঁচে গেছেন দুজনেই। সখীদেবী আর পুনমদেবী প্রতি সপ্তাহে বর্ধমানে আসেন সবজি কিনতে। বিহারের মজফরপুরের আখাড়াঘাট থেকে। সেখানেই তাঁদের বাড়ি।

বুধবার ভোরের ট্রেনে বর্ধমান স্টেশনে নামেন তাঁরা। শহরের তেঁতুলতলার পাইকারি সবজি বাজারে যান। সেখানে সবজি কেনার পর দুপুরে আপ হাওড়া-মজফরপুর এক্সপ্রেস ধরার জন্য আসেন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শেডের নীচে বসেছিলেন তাঁরা। দুপুর তখন ১২ টা হবে। হুড়মুড় করে ২ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক। প্রথমে বিকট শব্দ পেয়ে চমকে যান তাঁরা। 

পুনমদেবী বলেন, “বিকট আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করি। কিন্তু জলের তোড়ে তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখনই একটা টিনের টুকরো হাতে লাগে।” পুনম দেবীর হাতে চোট লাগে, আর সখিদেবীর পিঠে পড়ে লোহার টুকরো। দুজনেই জখম হন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। ঘণ্টাখানেক পর তাদের দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় তাঁরা আপ মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরেন। বাড়ি যে আর ফিরতে পারবেন সেই আশা একরকম ছেড়েই দিয়েছিলেন দুজন। 

সখিদেবী জানান, তাঁরা প্রতি সপ্তাহে একদিন করে বর্ধমানে আসেন। তেঁতুলতলা বাজারে সবজি কিনে ফিরে যান। আজও তাই এসেছিলেন। বুধবার ভোরের ট্রেনে চলে এসেছিলেন। কিন্তু সব্জির দাম বেশি থাকায় দরে পোষায়নি। তাই ভাঙা মনে ফিরে যাওয়ার ট্রেনের অপেক্ষায় বসেছিলেন। আওয়াজ পাওয়ার পর আচমকা সব অন্ধকার। হুডোহুড়ি। এইরকম ঘটবে স্বপ্নেও ভাবেননি কোনওদিন।


ভিডিও স্টোরি