শেষ আপডেট: 13 December 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বরাত জোরে বেঁচে গেছেন দুজনেই। সখীদেবী আর পুনমদেবী প্রতি সপ্তাহে বর্ধমানে আসেন সবজি কিনতে। বিহারের মজফরপুরের আখাড়াঘাট থেকে। সেখানেই তাঁদের বাড়ি।
বুধবার ভোরের ট্রেনে বর্ধমান স্টেশনে নামেন তাঁরা। শহরের তেঁতুলতলার পাইকারি সবজি বাজারে যান। সেখানে সবজি কেনার পর দুপুরে আপ হাওড়া-মজফরপুর এক্সপ্রেস ধরার জন্য আসেন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শেডের নীচে বসেছিলেন তাঁরা। দুপুর তখন ১২ টা হবে। হুড়মুড় করে ২ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক। প্রথমে বিকট শব্দ পেয়ে চমকে যান তাঁরা।
পুনমদেবী বলেন, “বিকট আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করি। কিন্তু জলের তোড়ে তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখনই একটা টিনের টুকরো হাতে লাগে।” পুনম দেবীর হাতে চোট লাগে, আর সখিদেবীর পিঠে পড়ে লোহার টুকরো। দুজনেই জখম হন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। ঘণ্টাখানেক পর তাদের দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় তাঁরা আপ মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরেন। বাড়ি যে আর ফিরতে পারবেন সেই আশা একরকম ছেড়েই দিয়েছিলেন দুজন।
সখিদেবী জানান, তাঁরা প্রতি সপ্তাহে একদিন করে বর্ধমানে আসেন। তেঁতুলতলা বাজারে সবজি কিনে ফিরে যান। আজও তাই এসেছিলেন। বুধবার ভোরের ট্রেনে চলে এসেছিলেন। কিন্তু সব্জির দাম বেশি থাকায় দরে পোষায়নি। তাই ভাঙা মনে ফিরে যাওয়ার ট্রেনের অপেক্ষায় বসেছিলেন। আওয়াজ পাওয়ার পর আচমকা সব অন্ধকার। হুডোহুড়ি। এইরকম ঘটবে স্বপ্নেও ভাবেননি কোনওদিন।