শেষ আপডেট: 7th May 2018 08:38
বারের মধ্যে খুন
দ্য ওয়াল ব্যুরো: ডিজের বিরুদ্ধে অভিযোগ, ঠিকঠাক গান বাজাতে পারছে না সে। এই নিয়ে তর্কাতর্কি। শেষকালে ভয়ংকর খেপে গিয়ে ডিজে কোমর থেকে বার করল ছুরি। বিঁধিয়ে দিল একজনের বুকে। ওখানেই মৃত্যু হল তার। দিল্লির এক বারের ঘটনা। ইস্মিত নামে বছর পঁচিশের এক যুবক গত রবিবার রাতে জন্মদিনের পার্টি করছিল দিল্লির বারে। সঙ্গে ছিল তার ১০ বন্ধু। তারা ছিল বারের চারতলায়। পাঁচতলায় গান বাজাচ্ছিল দীপক বিস্ত। অভিযোগ, ইস্মিতের বন্ধুরা যে গান বাজাতে বলেছিল, ডিজে তা বাজায়নি। তাতে রেগে গিয়ে বন্ধুদের একজন পাঁচতলায় উঠে গিয়ে ডিজেকে শাসাতে থাকে। এই নিয়ে শুরু হয় ঝগড়া। তা থেকে মারামারি। বারের কর্মীদের সঙ্গে ইস্মিতের বন্ধুরা মারপিটে জড়িয়ে পড়ে। চেয়ার আর মদের বোতল নিয়ে দু 'পক্ষ পরস্পরকে আক্রমণ করে। এই সময় ডিজে দীপক ছুরি বার করে বিজয়দীপ নামে ইস্মিতের এক বন্ধুর বুকে বসিয়ে দেয়। ইস্মিতের এক বান্ধবীও ওই বারে পার্টি করছিল। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। সে এখন হাসপাতালে। পুলিশ যখন সেই বারে পৌঁছায় তখন সেখানকার বেশিরভাগ কর্মী পালিয়েছে। তবে ধরা পড়েছে দীপক। তার ছুরিটিও পাওয়া গিয়েছে। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।