শেষ আপডেট: 24th September 2024 15:01
দ্য ওয়াল ব্য়ুরো: গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। নষ্ট হয়েছে বিঘের পর বিঘের জমির ফসল। ভেসে গিয়েছে গবাদি পশু। জলবন্দি হাজারা হাজার মানুষ।
সরকারিভাবে বিলি করা হচ্ছে ত্রাণও। আর সেই ত্রাণ বিলিতেই রাজনীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বন্যা কবলিত জেলাগুলিতে ত্রাণ বিলিতে রাজনীতির অভিযোগ এনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে মামলা দায়েরের আবেদন জানান ভারতীয় অবহেলিত পার্টি(BAP) এর পক্ষ থেকে সুশান্ত জানা। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।
সুশান্তবাবুর অভিযোগ, বন্যার কবলে হাজার হাজার মানুষ। কারও ঘর ভেসে গিয়েছে, কারও গবাদি পশু। কারও চাষের জমি মাটির তলায়। সব হারিয়ে হাজার হাজার মানুষ নিরাশ্রয়। অথচ সেই অসহায় মানুষদের ত্রাণ বিলিতেও রাজনীতি করা হচ্ছে। বেছে বেছে শাসকদলের লোকজনকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ।
যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হচ্ছে, প্রাথমিকভাবে কোথাও কোথাও ত্রাণ বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠলেও তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বন্যা দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বন্যার মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বাড়িও পরে বানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।