শেষ আপডেট: 10th August 2022 02:25
দ্য ওয়াল ব্যুরো: জিম (Gym) করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন খাস কলকাতার (Kolkata) এক তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে জিম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, মৃত ওই তরুণীর নাম ঋত্বিকা দাস, বয়স ২০ বছর। বাঁশদ্রোণীতে (Bansdroni) থাকতেন তিনি। জিম করতে গিয়ে মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। বুকে ব্যথা হচ্ছে বলে জানান বাকিদের।
এরপর ঋত্বিকা ওয়ার্ম করতে শুরু করেছিলেন বলে খবর। তখনই হঠাৎ পড়ে যান। আর ওঠেননি। তাঁর চোখেমুখে জল ছেটানো হয়, বাড়িতে খবর দেওয়া হয়। তারপর তড়িঘড়ি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মাত্র তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন ঋত্বিকা। তাঁর ওজন বেড়ে যাচ্ছিল বলে বাড়িতে জিমে ভর্তি হওয়ার বায়না করেছিলেন।
ঋত্বিকার বাবা পেশায় একজন অটোচালক। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে মেয়ের কোনও অসুখ ছিল না। কীভাবে কী হল কিছুই ভেবে পাচ্ছেন না তাঁরা। শোক যেন বাধ মানছে না কিছুতেই। জলজ্যান্ত মেয়েটা এভাবে জিম করতে গিয়ে আর ফিরবে না, তা কেউ ভাবতেও পারেননি।
আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে যৌন নিগ্রহের চেষ্টা! ধুপগুড়িতে গ্রেফতার প্রৌঢ়