শেষ আপডেট: 21st September 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। আর উৎসবের মরশুমে বাজি ফাটানো হয়েই থাকে। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রিন বাজি ছাড়া অন্য কোনও প্রকার বাজি ফাটানো যাবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে গোপনে নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছে রাজ্যের বহু জায়গায়। পুজোর আগে বড়বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার (Banned Firecrackers Seized) করল পুলিশ। দু'জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, চাম্পাহাটি থেকে ওই বিপুল পরিমাণ বাজি আনা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন লালবাজারে (Kolkata Police) গুন্ডা দমন শাখার আধিকারিকরা। বড়বাজার এলাকায় এমজি রোডে একটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। ওই গাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয় প্রায় ৮৫০ কেজি নিষিদ্ধ বাজি।
সম্প্রতিকালে, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন অনেকে। নবান্নের তরফে বেআইনি বাজি কারখানা বন্ধের ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে। কোনওরকম নিষিদ্ধ বাজি বানানো থেকে শুরু করে কেনাবেচার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলায় জেলায় বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, গাড়ির ভিতরে থাকা বাক্সগুলির গায়ে কিউআর কোড লাগানো ছিল। কিন্তু পুলিশ সেই কোড স্ক্যান করে কিছুই পায় না। তারপরই বাক্সগুলো খুলে দেখে। তারমধ্যেই মেলে প্রচুর বাজি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: খাটে বসে কাঁদছে এক বছরের শিশু, ছাগল বাঁধার দড়ি দিয়ে মাকে মেরে পালিয়ে গেছে বাবা