শেষ আপডেট: 1st January 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। বাইককে ধাক্কা মেরে উল্টে যায় বাস। ১৫জন বাসযাত্রী জখম হন। বছরের প্রথমদিনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ভালকি গ্রামে।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ-তালডাংরা রাস্তায় ভালকি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ বছর বয়সী যুবক আকাশ ক্ষেত্রপালের। তালডাংরা থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল মঙ্গলচণ্ডী নামের বাসটি। ভালকি গ্রামের কাছে জঙ্গলের পথে হঠাৎ করে সামনে চলে আসা মোটরবাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।
এরপরেই বাসটিকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই আহত যাত্রীদের দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করা হয়েছে তাঁদের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনায় মৃত বাইক আরোহী আকাশ ক্ষেত্রপাল বিষ্ণুপুরের বাসিন্দা বলে জানা গেছে।