Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Bangladeshi Arrest

মেসোকে বাবা সাজিয়ে ভোটার-আধার সব কার্ডই তৈরি করেছিল বাংলাদেশি যুবক, শেষরক্ষা হল না

কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রূপকচন্দ্র সেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক। এরপর কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উমেশচন্দ্র সেনকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড,আধার কার্ড  সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তৈরি করে ফেলেন। ভোটও দিতেন। 

মেসোকে বাবা সাজিয়ে ভোটার-আধার সব কার্ডই তৈরি করেছিল বাংলাদেশি যুবক, শেষরক্ষা হল না

শেষ আপডেট: 13 June 2025 06:52

দ্য ওয়াল ব্য়ুরো, জলপাইগুড়ি: মেসোমশাইকে বাবা সাজিয়ে ভুয়ো নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। তবে ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড তৈরি করেও শেষরক্ষা হয়নি। তাকে গ্রেফতার করে আদালতে তুলে হেফাজতে নিল পুলিশ। শ্রীঘরে গেল ভুয়ো বাবাও।

কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রূপকচন্দ্র সেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক। এরপর কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উমেশচন্দ্র সেনকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড,আধার কার্ড  সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তৈরি করে ফেলেন। ভোটও দিতেন। জানা গেছে, অভিযুক্তের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বললি রংপুর থানার অন্তর্গত বালিয়া এলাকায়। ভারতে অনুপ্রবেশের পর থেকে শিলিগুড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।

সম্প্রতি শিলিগুড়ি থেকে হলদিবাড়িতে আসেন ওই বাংলাদেশি যুবক। গোপন সুত্রে খবর পায় পুলিশ। গ্রেফতার করে তাকে। পাশাপাশি বিদেশি নাগরিককে এই দেশে থাকতে দেওয়ায় সাহায্যকারীকেও গ্রেফতার করা হয়। এরপর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাদের মেখলিগঞ্জ আদালতে তুলে মূল অভিযুক্তকে হেফাজতে নেয় হলদিবাড়ি থানার পুলিশ। অন্য অভিযুক্তকে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় বিচারক।

অভিযুক্তের মাসি মিনতি সেন বলেন, "আমার বোনপোর বাড়ি বাংলাদেশে। বাবা মা কেউ নেই। সবাই মারা গেছে। লকডাউনের আগে ভারতে আসে। এরপর থেকে এই দেশেই বিভিন্ন জায়গায় কাজ করতো। মাঝেমধ্যে হলদিবাড়ি আসতো। গতকাল ফের হলদিবাড়ি আসে। এরপর পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।"

স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিনা দাস সরকার বলেন, "ওই যুবকের নাম আমার বুথের ভোটার তালিকায় রয়েছে। সে এর আগে ভোট দিয়েছে। এখন শুনলাম যুবকটি বাংলাদেশি।পুলিশ গ্রেফতার করেছে।"
 


ভিডিও স্টোরি