শেষ আপডেট: 27th January 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি করাচি থেকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ গিয়েছিল চট্টগ্রামে। এবার ইসলামাবাদের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ।
গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক প্রতিনিধি দল। তার অব্যহতি পরেই বাংলাদেশে এসেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) একটি প্রতিনিধি দল। তারপরেই এবার ইউনুসের সরকার নৌবাহিনীর জাহাজ পাঠাল পাকিস্তানে। যা থেকে স্পষ্ট, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 'এক্সারসাইজ অমন ২০২৫'। তাতেই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের 'বানৌজা সমুদ্র জয়'।
সূত্রের খবর 'বানৌজা সমুদ্র জয়'-এর ক্যাপ্টেন মহম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন অফিসার-সহ মোট ২৭৪ জন নাবিক যাচ্ছেন পাকিস্তানে।
প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় বসার পরই ২০২৪ সালের ১৪ নভেম্বর পাকিস্তান বাংলাদেশের মধ্যে জলপথে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই গত বছরের ২১ ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিল পাকিস্তানের 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কর্তাদের উপস্থিতি নিয়ে নাম না করে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল ভারত। গত শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, "ভারতের চারপাশে কী কী হচ্ছে, সেটা আমরা নজরে রেখেছি। দেশের জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে, এমন কোনও কার্যকলাপ হলে কড়া পদক্ষেপ করা হবে।"