শেষ আপডেট: 23rd September 2023 15:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার (minority commission) নিশ্চিত করা এবং তাদের প্রতি অন্যায়-অবিচার-বঞ্চনার সুরাহা করতে গঠিত হবে সংখ্যালঘু কমিশন। আগামী মাসেই সরকার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শনিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার সরকারের পক্ষে তাদের এই আশ্বাস দিয়েছেন।
এটিই বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন। দাবি আদায়ে অনশনে বসেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবতিপর রানা দাশগুপ্ত। তিনি শনিবার সকালে অসুস্থ বোধ করলে চিকিৎসক পাঠায় সরকার। তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকেরা। তিনি রাজি হননি। বিকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অনশনস্থলে গিয়ে কথা দেন, আগামী মাসেই গঠিত হবে সংখ্যালঘু কমিশন।
প্রসঙ্গত, আওয়ামী লিগের ২০১৮-এর নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতির কথা ছিল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কথা দেন বৈষম্য বিলোপ আইনটিও বর্তমান সংসদে অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাশ করানোর চেষ্টা চলছে। শেষ মুহূর্তের সংশোধনীর কাজ চলছে। দ্রুত কার্যকর হবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনও।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রানা দাশগুপ্ত বলেছেন, ৬ অক্টোবর ঢাকায় সংখ্যালঘুদের প্রস্তাবিত সমাবেশ হবে। তার আগে সংখ্যালঘু কমিশন গঠন সংক্রান্ত ঘোষণা বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না করে সংখ্যালঘুদের ভোটের আশা না করাই ভাল, বলেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
স্পেন-দুবাইয়ে বৈঠক আশাপ্রদ, বড় বড় চুক্তি হয়েছে, কলকাতায় ফিরে মমতা