শেষ আপডেট: 5th July 2023 19:29
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে চট্টগ্রামে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হার মানল বাংলাদেশ। আগামী ওয়ান ডে বিশ্বকাপের লক্ষ্যে নিজেদের মাঠে ওয়ান ডে সিরিজ খেলছেন শাকিবরা। কিন্তু সিরিজের প্রথম খেলায় বৃষ্টি ও দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ ১৭ রানে হার স্বীকার করেছে আফগানিস্তানের কাছে।
টস জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিং করে। বাংলাদেশ ৪৩ ওভারে তোলে ১৬৯/৯। জবাবে আফগানিস্তান ২১.৪ ওভারে ৮৩/২ করে ম্যাচ জিতে গিয়েছে। ডাকওয়ার্থ লুইস নিয়মের কারণেই আফগানরা জিতে নিয়েছেন ম্যাচ।
বাংলাদেশ মিডল অর্ডারে উজ্জ্বল তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। ৫১ রান করেছেন তিনি। আফগানিস্তান বোলারদের মধ্যে বাঁ হাতি পেসার ফারুকি ৮.৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। নামী স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান দুটি করে উইকেট পেয়েছেন।
বৃষ্টিতে ৪৩ ওভারের ম্যাচও করা যায়নি। খেলা তিনবার বন্ধ হয়ে যায়। শেষমেশ রাত দশটা নাগাদ আফগানদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। আফগানদের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান (৪১) ও গুরবাজ (২২)। বৃষ্টির এই অবাক করা নিয়মের জেরে বাংলাদেশের হারে মাঠে আসা সমর্থকরা খুবই হতাশ। শাকিবরা দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।