শেষ আপডেট: 8th July 2023 19:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট কেঁপে গেছে তামিল ইকবাল ইস্যুতে। ফের সেটি বোঝা গিয়েছে ঘরের মাঠে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সিরিজ হারে। শনিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও আফগানদের কাছে ওপার বাংলার দল হার মানল ১৪২ রানে। দুই ম্যাচের সিরিজও হারল ০-২ ব্যবধানে। বিশ্বকাপের তিন মাস আগে দলের পক্ষে অশনি সংকেত বলা যেতে পারে।
চট্টগ্রামের মাঠে বাংলাদেশ টসে জিতে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠায়। ওই সিদ্ধান্তেই মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে তুলেছিল ৩৩১/৯। দলের দুই ওপেনার কেকেআরের নামী তারকা রহমতুল্লা গুরবাজ করেন ১২৫ বলে ১৪৫ রান। অন্য ওপেনার ইব্রাহিম জাদরান ১১৯ বলে ১০০ রানের ইনিংস খেলে ঘরের দলকে চাপে ফেলে দেন।
একটা দলের প্রথম উইকেট পড়ছে ২৫৬ রানের মাথায়। তখনই ঠিক হয়ে যায় বাংলাদেশের হার সময়ের অপেক্ষা। তারপর বিনিময়ে শাকিব আল হাসানরা করেছেন ১৮৯ রান, তাও প্রায় সাত ওভার আগেই অলআউট হয়ে গিয়েছে। আফগানদের হয়ে ফারুকি ও মুজিব তিন উইকেট ও স্পিনার রশিদ খান দুটি উইকেট নিয়ে দলের জয় সুনিশ্চিত করেছেন।
বাংলাদেশ শিবিরে সমস্যা রয়েছে, সেটি প্রতিপদে বোঝা গিয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ের অভাব। তামিমের বদলে এই ম্যাচে যিনি অধিনায়কত্ব করলেন, সেই লিটন দাস ১৩ রান করেছেন। শাকিব করেন ২৫। দলের হয়ে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের (৬৯)।
বাবররা ভারতে বিশ্বকাপ খেলবেন কিনা, কমিটি গড়লেন পাকিস্তান প্রধানমন্ত্রী