শেষ আপডেট: 9th March 2023 18:32
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ (Bangladesh)। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) ৬ উইকেটে উড়িয়ে দিল সাকিব আল হাসানের ছেলেরা। পাশাপাশি এই ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় হাসিল করল টাইগাররা।
এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠান সাকিব। বাংলাদেশের বোলিং দাপটের সামনে নির্ধারিত ২০ ওভার শেষে জস বাটলাররা ৬ উইকেট হারিয়ে তোলেন ১৫৬ রান। প্রথম উইকেট ৮০ রানের ইনিংস খেললেও পরের দিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে বাংলাদেশও। তবে ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে নাজমুল হাসান শান্তর দুরন্ত ব্যাটিং ম্যাচে ফেরার বাংলাদেশকে। ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।
এছাড়াও তৌহিদ হৃদয় ও সাকিবও ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ফলে ১৮ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ৬ উইকেটে বিরাট জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামে নতুন ইতিহাস গড়লেন সাকিবরা।
মোহনবাগানের ড্র অ্যাওয়ে সেমিতে, ঘরের মাঠে সুবিধে পাবেন বুমোসরা