শেষ আপডেট: 24th June 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। সেইসময় অ্যাম্বুলেন্সের মধ্যে বেশ কয়েকজন ছিলেন। তাঁদের মধ্যে আগুনে ঝলসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।
জানা গেছে, শনিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় তিনজন নারী, দু'জন পুরুষ ও দু'জন শিশুর মৃত্যু হয়েছে। ওই অ্যাম্বুলেন্সের চালক মৃদুলকে (৪১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা পুলিশ তার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সেইসময় অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন সিলিন্ডার মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, একই পরিবারের সদস্য ছিলেন সাতজন। তবে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে অতজন কীভাবে ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঢাকা আসছিল ওই অ্যাম্বুলেন্সটি। মাঝপথেই এই দুর্ঘটনা ঘটে।
সেন্ট মার্টিন নিয়ে বিএনপি-আমেরিকা বোঝাপড়া? শোরগোল বাংলাদেশে, বিপদ ভারতেরও