আবার ট্রেন বিভ্রাট দমদমে (Dumdum)। এবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল (Bangaon local train )।
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 May 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: আবার ট্রেন বিভ্রাট দমদম জংশনে (Dumdum)। এবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল (Bangaon local train )।
রেল সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার সময়। ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। যার জেরে দমদম-বারাসত লাইনে ঘণ্টা খানেকের বেশি সময় ধরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার জেরে তীব্র গরমের মধ্যে রীতিমতো দুর্ভোগে পড়তে হয় রেলযাত্রীদের।
পরে দুপুর ২টো নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ততক্ষণে দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি-সহ বিভিন্ন স্টেশনে ডাউন লাইনের একাধিক ট্রেন দাঁড়িয়ে ছিল। অন্যদিকে আপ লাইনের একাধিক ট্রেনও শিয়ালদহ থেকে ছাড়়তে দেরি করে। বিভিন্ন স্টেশনে আগে থেকেই বহু ট্রেন দাঁড়িয়ে থাকায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রের খবর।
জানা যাচ্ছে, এদিন সকাল ১০টা ২৮ মিনিটে বনগাঁ থেকে শিয়ালদহ গামী ট্রেনটি বেলা ১২টা নাগাদ দমদমে ঢোকার মুখে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কীভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।