শেষ আপডেট: 18 October 2022 11:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের (Bangabandhu) কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন (son's birth anniversary) উপলক্ষে মঙ্গলবার কলকাতায় (Kolkata) বাংলাদেশ উপ-হাইকমিশনে (Bangladesh Sub-High Commission) তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বানী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী। অনাথ ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় খাবার।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। আলোচনা সভায় বঙ্গবন্ধু গবেষক সৌগত চট্টোপাধ্যায় বলেন, আগামীর শিশুদের একটা আনন্দময় পৃথিবী দেওয়াই হোক শেখ রাসেল দিবস পালনের লক্ষ্য।
প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পিতার অর্জনকে অনন্য উচ্চতায় আসীন করেন, তখন বলাই বাহুল্য পিতার সবচেয়ে আদরের সর্ব কনিষ্ঠ, বুদ্ধিদীপ্ত, অদম্য শিশু রাসেল সেই সাফল্যকে কোন উচ্চতায় নিতে পারতেন, ঘাতকরা বুঝেছিল। তাই ১৫ অগস্টের সর্বশেষ শহিদের নাম শেখ রাসেল।
পদযাত্রায় রামের সঙ্গে রাহুলের তুলনা! কংগ্রেস নেতা বললেন, দু’জনের নামেই ‘র’ আছে
উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, শেখ রাসেল একটি স্বপ্নের নাম, যে স্বপ্ন আজকের বাংলাদেশ। একটি ছোট ছেলে, যাকে নিয়ে সবার আশা ছিল যে, সে বড় হয়ে দেশ গড়বে, তাকে সে সুযোগ দেওয়া হয়নি। নির্মম বুলেট শুধু তাঁকেই কেড়ে নেইনি, কেড়ে নিয়েছিল বাংলাদেশের স্বপ্নকেও। কিন্তু বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।
কবিতা আর গানে শহিদ শেখ রাসেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কলকাতায় থাকা বাংলাদেশি ছাত্রছাত্রীরা।