শেষ আপডেট: 11th June 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেল মোড়ে জি টি রোডের উপর এক সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল লরি। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সকাল সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল গুডস ইয়ার্ড থেকে বেরিয়ে সিমেন্ট বোঝাই একটি লরি সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। ব্যান্ডেল মোড়ের কাছে এক তরুণী সাইকেল নিয়ে লিচু বাগানের দিকে যাচ্ছিল। আচমকাই লরির গায়ে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় ওই তরুণী। তখনই তাকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবারা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় যুবকরা ধাওয়া করে ঘাতক লরি ও তার চালককে আটক করে। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জি টি রোডে। প্রাথমিকভাবে ওই তরুণীর পরিচয় জানা না গেলেও পরে তার নাম জানতে পারে পুলিশ। রিম্পা হরিজন নামে বছর ২০র ওই তরুণীর বাড়ি ব্যান্ডেলের লোকপাড়ায়। তার মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নামে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বেপরোয়া গতিতে চলাফেরা করে মালবাহী গাড়িগুলি। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু পুলিশকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।