টাক নিয়ে অভিনব আয়োজন তৃণমূল বিধায়কের।
শেষ আপডেট: 16th October 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।' গোঁফ নিয়ে আস্ত ছড়া লিখেছিলেন সুকুমার রায়! বোঝাতে চেয়েছিলেন, গোঁফই মানুষের পরিচয়!
অনেকটা সেই স্টাইলে টাক মাথার লোকেদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
মাথায় চুল কম থাকায় টাক পড়ে গেছে এমন ব্যক্তিদেরকে একত্রিত করে বুধবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শওকত। সেখানে স্থানীয় দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ জন টাক পড়া মানুষকে একত্রিত করে একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দিলেন তৃণমূল বিধায়ক। দাবি করলেন, "যাদের মাথায় চুল কম থাকে বা নেই, তারা আসলে বুদ্ধিমান। এরা প্রত্যেকেই বুদ্ধিজীবী।"
আগামী দিনে সমগ্র ব্লকে এবং তাঁর বিধানসভা এলাকার সমস্ত টাক পড়া মানুষজনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। এ ব্যাপারে উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কিন্তু মাথায় চুল কম থাকা মানেই কি বুদ্ধিজীবী? শওকতের ব্যাখ্যা, "সমাজের উচ্চস্তরে বহু পদাধিকারী রয়েছে যাদের মাথায় চুল নেই। এ থেকেই সহজেই অনুমেয়, যাদের মাথায় চুল কম, তারা বেশি বুদ্ধিমান হন।"
শওকতের এমন দাবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকার জনমানসে। অনেকে রসিকতার সুরে বলছেন, সুকুমার রায় বেঁচে থাকলে শওকতের কাণ্ড কারখানা দেখে নিশ্চয়ই গোঁফের পর টাক নিয়েও নতুন ছড়া লিখতেন!