ফাইল ছবি।
শেষ আপডেট: 27 August 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত অন্যতম তিন অভিযুক্তর জামিন ম়্জুর করল ইডির বিশেষ আদালত। এরা হলেন, চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনজনেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মঙ্গলবার ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিন জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। একই অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। স্বভাবতই, তিনজনের জামিন মঞ্জুর হতে বিভিন্ন মহল থেকে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি এরপরে একই যুক্তিতে জামিন পেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিকও?
রেশন দুর্নীতির অভিযোগে গত বছরের অক্টোবরে চালকল ব্যবসায়ী বাকিবুরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সূত্রেই ইডির স্ক্য়ানারে ধরা পড়েন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তদানীন্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। সেই দুর্নীতির তদন্তে নেমেই গত বছরের ২৭ অক্টোবর মাঝরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়িতে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩টে নাগাদ তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা।
হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয় নিজের মেয়েকে একটি চিঠি লিখেছিলেন বলে ইডি সূত্রের দাবি। সেই চিঠির সূত্র ধরেই রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তকারীদের নজরে আসেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর। গত ৬ জানুয়ারি শঙ্করকে গ্রেফতার করে ইডি। এরপরই আর এক ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে হেফাজতে নেন তদন্তকারীরা। মঙ্গলবার ব্যক্তিগত বন্ডে এই তিনজনকেই জামিন দিয়েছে ই়ডির বিশেষ আদালত।
শারীরিকভাবে নানা রোগে আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক। অতীতে একাধিকবার জামিনের আবেদনও জানিয়েছিলেন বালু। এদিন আদালত একই মামলায় তিনজনের জামিন মঞ্জুর করার পর থেকেই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, এরপর কি জ্যোতিপ্রির পালা?