শেষ আপডেট: 15th October 2023 17:32
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাবা খুনের আসামি। হাইকোর্টে মামলা চলছিল। বিচারপতি সাজাও দিয়েছিলেন। বিচারপতির সেই রায়ের নথি জাল করে নিম্ন আদালতে গিয়ে বাবার জামিন করিয়ে নিয়েছিলেন ছেলে! এমন অভিযোগে এক ব্যক্তিকে হাওড়া থেকে গ্রেফতার করল সিআইডি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম লাবু শেখ। তাঁর বাড়ি ভরতপুরের হরিশচন্দ্রপুরে। অভিযোগ, একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় লাবু শেখের বাবা লালু শেখের। এরপরেই হাইকোর্টের বিচারপতির রায়ের সেই নথি জাল করে নিম্ন আদালত থেকে বাবা লালু শেখের জামিন করিয়ে নেন লাবু।
ঘটনাটি পুলিশের নজরে আসতেই তদন্তভার যায় সিআইডির হাতে। অবশেষে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
এই ঘটনা নিয়ে অভিযুক্ত লাবু শেখের দাবি, তিনি কিছু করেননি। আইনজীবীরা ও বাবা মিলে এই ফাঁদ পেতেছিল। একা তিনি কেন সাজা পাবেন। বাবা ও এই ঘটনায় যে সব আইনজীবী মদত দিয়েছেন তাঁদেরও সাজা হোক।
এই ঘটনার তদন্তকারীরা বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তাঁরা এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেবিষয়ে তদন্ত শুরু করেছেন।