শেষ আপডেট: 23rd September 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: দিন দশেক আগে বাগুইআটিতে নিজের ফ্ল্যাটেই মৃত্যু হয়েছিল বছর সত্তরের এক বৃদ্ধার (Baguiati Death Case)। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ভেবেছিলেন বাড়ির লোক। কারণ বহুদিন ধরেই অসুস্থতার কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। তাই প্রথমে ওই বৃদ্ধার মৃত্যু নিয়ে কোনও সন্দেহই হয়নি। কিন্তু মৃত্যুর দিন কয়েক পর বৃদ্ধার ঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই মৃত্যুর আসল কারণ জানতে পারল পরিবার।
মৃতার পরিবারের অভিযোগ, বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক ছিল না। তাঁকে খুন করা হয়েছে। এই নিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ওই বৃদ্ধার আয়াকে গ্রেফতার (Arrest) করেছে।
গত ১১ সেপ্টেম্বর বাগুইআটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটে মারা যান ওই বৃদ্ধা। দীর্ঘ ৭ বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না তাঁর। তাঁকে দেখভালের জন্য আয়া রেখেছিলেন পরিবারের লোকেরা। নারায়ণপুরের আয়া সেন্টার থেকে দিনে-রাতে দেখাশোনার জন্য ছিলেন দু'জন আয়া।
১১ তারিখ দুপুরের মারা যান ওই বৃদ্ধা। তাঁর মৃত্যুতে কোনও সন্দেহ হয়নি পরিবারের। শেষকৃত্য সম্পন্ন করে ফিরেও আসেন তাঁরা। কিন্তু ১৯ তারিখ ওই বৃদ্ধার ঘরের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে খটকা লাগে পরিবারের লোকদের। ফুটেজে দেখা যায়, ১০ তারিখ রাতে ওই যে আয়া ছিলেন, তিনি সারারাত ধরে বৃদ্ধার ওপর অত্যাচার করেছেন!
ঘটনার তদন্তে নেমে পুলিশ সোফিয়া নামে ওই আয়াকে গ্রেফতার করে। বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বরিয়া সাগর জানান, 'জেরায় ধৃত মহিলা স্বীকার করেছেন, তাঁর ঘুমের ব্যাঘাত হওয়ার জন্যই মহিলাকে মারধর করেছিলেন।' ওই কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন! সারাদিন জুড়েই চলবে ভোগান্তি