শেষ আপডেট: 26th March 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার পর এবার খাস কলকাতা থেকে উদ্ধার বস্তা বস্তা জাল ওষুধ (Fake Medicine)। যে সে ওষুধ নয়, রোজের ব্যবহারের ওষুধ। উচ্চ রক্তচাপ, সুগার, গ্যাস, হার্ট কিংবা কিডনির সমস্যায় যেসব ওষুধ খান মানুষ, সেই ওষুধই জাল করে বিক্রি করা হচ্ছিল দিনের পর দিন ধরে। দেখলে বোঝারও উপায় নেই, কারণ অবিকল একই রকম দেখতে।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বাগড়ি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সেখান থেকে প্রায় ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, ৬টি দলে ভাগ হয়ে অভিযান চালান ১৯ জন ড্রাগ ইনস্পেক্টর। অভিযান চালানোর পাশাপাশি, কীভাবে কিউ আর (QR) কোড স্ক্যান করে জাল ওষুধ ধরতে হবে, পাইকারি ওষুধ ব্যবসায়ীদের তা হাতেকলমে দেখিয়ে দেন তাঁরা।
এর আগেকলুটোলা স্ট্রিট থেকে ২ কোটি টাকার এমনই জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিলেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারও আগে হাওড়ার আমতা থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকার জাল ওষুধ।
সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাসে একটি অভিযানে ১০ লক্ষ টাকার জাল ওষুধের সন্ধান মিলেছিল। তারপর সেই সূত্র ধরেই গোপনে তদন্ত চালানো হচ্ছিল। সেই সূত্রে প্রথমে হাওড়া পরে কলুটোলা স্ট্রিট থেকে প্রচুর জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।
এর আগে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভেজাল ওষুধের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল। গোটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের কথায়, "ওষুধ ভেবে যেটা খাচ্ছে, সেটাও জাল!"