শেষ আপডেট: 11th June 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সবেমাত্র লোকসভা ভোট মিটেছে। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ক্যাবিনেটও গঠন হয়ে গেছে। এ সবের মধ্যে সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই বাংলার চার আসনে উপনির্বাচন হতে চলেছে। নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, সহ উত্তর ২৪ পরগনার বাগদাতে ওই দিনে নির্বাচন। ঘোষণার ২৪ ঘণ্টার পেরতে না পেরতেই দেওয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি।
মঙ্গলবার ভোর ৫টা থেকে বাগদা জুড়ে দেওয়াল লেখা শুরু হয়েছে। বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখায় ব্যস্ত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁদের বক্তব্য, "প্রার্থী হোক আমরা তাঁকে সমর্থন করব। আমরা জয় লাভ করবই। তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম।"
একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন। ২০২২ সালে বিজেপি থেকে তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান। এবারের লোকসভায় বনগাঁ থেকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন বিশ্বজিৎ দা। কিন্তু সেখানে বিপুল পরিমাণ ভোটে তাঁকে পরাজিত করেন শান্তনু ঠাকুর। এদিকে লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য শান্তনু ঠাকুরকেও বিধায়ক পদ ছাড়তে হয়। তাই আপাতত বাগদায় বিধায়ক পদ ফাঁকাই রয়েছে। সেই কারণে উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন।
বাগদা বিধানসভা কেন্দ্রে মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৪। সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় ৩ হাজার ভোটে এগিয়েছিলেন। সেদিকে তাকিয়ে বিজেপি ভোটের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, এটা লোকসভা নয়, বিধানসভার উপনির্বাচন। তৃণমূলের জামানায় বাগদা অনেক উন্নয়ন হয়েছে। ফলে এবারে এই উপনির্বাচনে তৃণমূল জিতবে।