Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Alipurduar Shootout

ভর সন্ধেয় আলিপুরদুয়ার শহরে চলল গুলি! এক মহিলার মৃত্যু, গণধোলাই খেল অভিযুক্ত

অন্য এক যুবকের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সূত্রে খবর।

ভর সন্ধেয় আলিপুরদুয়ার শহরে চলল গুলি! এক মহিলার মৃত্যু, গণধোলাই খেল অভিযুক্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 December 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে শ্যুটআউট। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। অন্য এক যুবকের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সূত্রে খবর। অভিযুক্তও হাসপাতালে ভর্তি কারণ এলাকার বাসিন্দারা তাঁকে গণধোলাই দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় এই ঘটনা ঘটে। এক যুবক বাইকে করে এসে আচমকা ওই মহিলাকে গুলি করে। মাথায় গুলি লাগায় সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়েন তিনি। 

গুলির আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসতেই ওই যুবক বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ে তাঁকে ধরতে গেলে ফের গুলি চালায় সে। তাতে অন্য এক যুবকের পায়ে গুলি লাগে। তবে দুষ্কৃতী রক্ষা পায়নি। এই ঘটনার পর আরও তেড়েফুঁড়ে ওঠে স্থানীয়রা। তাকে তাড়া করে ধরে ফেলে এবং শুরু করে গণধোলাই।

জনতার মার খেয়ে প্রায় আধমরা অবস্থা হয়ে যায় ওই দুষ্কৃতীর। তাকে বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ভর সন্ধেবেলা আলিপুরদুয়ারের মতো শহরে কীভাবে গুলি চলার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, যুবকের সঙ্গে মহিলার কী সম্পর্ক ছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।


ভিডিও স্টোরি