প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 December 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে শ্যুটআউট। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। অন্য এক যুবকের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সূত্রে খবর। অভিযুক্তও হাসপাতালে ভর্তি কারণ এলাকার বাসিন্দারা তাঁকে গণধোলাই দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় এই ঘটনা ঘটে। এক যুবক বাইকে করে এসে আচমকা ওই মহিলাকে গুলি করে। মাথায় গুলি লাগায় সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়েন তিনি।
গুলির আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসতেই ওই যুবক বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ে তাঁকে ধরতে গেলে ফের গুলি চালায় সে। তাতে অন্য এক যুবকের পায়ে গুলি লাগে। তবে দুষ্কৃতী রক্ষা পায়নি। এই ঘটনার পর আরও তেড়েফুঁড়ে ওঠে স্থানীয়রা। তাকে তাড়া করে ধরে ফেলে এবং শুরু করে গণধোলাই।
জনতার মার খেয়ে প্রায় আধমরা অবস্থা হয়ে যায় ওই দুষ্কৃতীর। তাকে বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ভর সন্ধেবেলা আলিপুরদুয়ারের মতো শহরে কীভাবে গুলি চলার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, যুবকের সঙ্গে মহিলার কী সম্পর্ক ছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।