শেষ আপডেট: 11th November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কু-মন্তব্য করার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গলস বেঞ্চ এবং প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে গিয়েছিল রাজ্য। সোমবার ওই মামলাতেই সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বে়ঞ্চ।
ঘটনার সূত্রপাত, গত সেপ্টেম্বরে বিজেপির একটি মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল। পুলিশি হেফাজতে তাঁদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছিল।
যা্নি য়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পূজা অবকাশকালীন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বিচারপতি ঘোষের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়ে জানিয়েছিল রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে।
গত বুধবার ওই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল প্রধান বিচারপতি। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। অর্থাৎ এখনই সিবিআই তদন্ত হচ্ছে না।