শেষ আপডেট: 7th March 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: নিজের দুই সন্তানকে নিয়ে হাওড়া স্টেশনে (Howrah station) এসেছিলেন এক মহিলা। অপর এক মহিলা পাশে বসে ভাব জমান। কথা বলার ফাঁকে আচমকা তাঁর শিশু কন্যাকে কোলে নিয়ে ভিড়ে মিশে যান অভিযুক্ত মহিলা।
৫ মার্চের ঘটনা। তারপর থেকে নিখোঁজ শিশুকন্যা। মুক্তিপণ চেয়ে বাড়িতে কোনও ফোন আসেনি। ফলে এটি অপহরণের ঘটনা নয় বলেই, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সেই সূত্রে আরও বড় আশঙ্কা সামনে এসেছে। রেল পুলিশের আশঙ্কা, শিশুকন্যা অপহরণের নেপথ্যে রয়েছে মহিলা ‘যাযাবর গ্যাং’। অতীতে ট্রেনের যাত্রীদের বিভিন্ন ব্যাগ চুরির অভিযোগ উঠত এই গ্যাংয়ের বিরুদ্ধে। ইদানীং তাঁরা শিশু চুরি চক্রের সঙ্গেও যুক্ত বলে পুলিশের দাবি।
রেল পুলিশ সূত্রের খবর, এর আগে হাওড়া ও শালিমার স্টেশন থেকে শিশু পাচার চক্রের চাঁইদের ধরেছিল রেল পুলিশ। তদন্তে নেমে দুটি ক্ষেত্রেই মহিলা যাযাবর গ্যাংকে পাকড়াও করেছিল পুলিশ। এক্ষেত্রেও যাযাবর গ্যাং জড়িত বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে রেল পুলিশ সুপার পুষ্পা বলেন, “শিশুকন্যাকে অপহরণের অভিযোগ এসেছে। তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সব কিছু এখনই বলা যাবে না।"
তবে গোটা ঘটনায় রেল পুলিশের ভূমিকা এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বস্তুত, দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া. প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। সেখানে কীভাবে মহিলা যাযাবর গ্যাং এভাবে শিশু চুরি করে পালাতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন।