শেষ আপডেট: 12th November 2022 13:31
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে রবিবার মেলবোর্নে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল ঘিরে আগ্রহ রয়েছে। সেই ম্যাচের সঙ্গে ১৯৯২ সালের বিশ্বকাপের তুলনা টানা হচ্ছে। ৩০ বছর আগে সেবার ইমরানের পাক দল বিশ্বসেরা হয়েছিল। এবারও সেই পরিস্থিতি হাজির।
ইমরানের সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা টানা হচ্ছে। বাবর এবার কাপ জিতলে ইমরানের সঙ্গে এক আসনে বসবেন। সেই মিল নিয়ে সানি গাভাসকার (Sunil Gavaskar) সম্প্রতি একটি মন্তব্য করেছেন। তিনি এক ধারাভাষ্যে বলেছেন, ইমরান যেবার বিশ্বসেরা হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তেমনি বাবরও যদি এবার বিশ্বকাপ জেতে, সেক্ষেত্রে ২০৪৮ সালে বাবরও পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।’’
আইসিসি চেয়ারম্যান পদে বার্কলেই, খবর শুনেও নিশ্চুপ থাকলেন সৌরভ
সানির এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গাভাসকারের মুখে এই কথা শুনে সতীর্থ ধারাভাষ্যকার মাইকেল আর্থারটন ও শেন ওয়াটসনও হাসিতে ফেটে পড়েন। সানির সহ ভাষ্যকাররাও উপভোগ করেন ওই মন্তব্য।
১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গে এবারের প্রেক্ষাপটের মিল রয়েছে বলে জানান পাক অধিনায়ক বাবরও। তিনি বলেছেন, ‘‘অবশ্যই মিল রয়েছে। আর আমরাও ট্রফি জিততে চেষ্টা করব। এমন দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বড় সম্মানের। মাঠে আমরা একশো শতাংশ দেব।’’
সেবারও খেলা হয়েছিল মেলবোর্নে। গ্রুপে ভারতের কাছে হারে ইমরানের পাক দল। তারপর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা হয়।