শেষ আপডেট: 29th October 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: ৭০ বছরের অধিক প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান যোজনার আওতায় আনার ব্যাপারে আগেই ঘোষণা করা হয়েছিল বাজেটে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ বছরের বেশি বয়স হলে কেন্দ্রের স্বাস্থ্য বিমার সুবিধা আগে পাওয়া যেত না। এবার তাঁরা বিমার সুবিধা পাবেন। আয়ুষ্মান যোজনার আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন তাঁরা।
আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় বাস্তবায়িত হয়নি। তা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বহুবার বাংলায় এসে তা নিয়ে সওয়াল করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মঙ্গলবার যে সুবিধা চালু করলেন প্রধানমন্ত্রী, তা কি স্বাস্থ্যসাথী প্রকল্পে পাওয়া যায়? অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পেও কি ৭০ বছর বা তার বেশি বয়সীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা পান?
এই প্রশ্নের জবাবে রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনওদিনও ভেদাভেদ ছিল না। ৭০ বছর কেন, ৯০ বছর বয়সের মানুষও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন। তা ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার ক্ষেত্রে আর্থিক ভেদাভেদও নেই। দারিদ্রসীমার নিচে ও উপরে থাকা পরিবার সবাই এই প্রকল্পের সুবিধা পান। হিসাব মতো রাজ্যে আড়াই কোটি পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা অবশ্য সবাই পান না। আর্থিক ভাবে দুর্বল শ্রেণি এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবার কেবল এই সুবিধা পান। তবে হ্যাঁ ৭০ বছরের বেশি বয়সীদের আয়ুষ্মান প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনও ভেদাভেদ কেন্দ্র রাখছে না।
উপভোক্তাদের অনেকের মতে, স্বাস্থ্যসাথী প্রকল্পে গোড়ার দিকে যে সমস্যাগুলো ছিল, এখন তা অনেকটাই কমে গেছে। কলকাতার প্রায় সমস্ত বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাচ্ছে। হার্টে অস্ত্রোপচার, পেস মেকার বসানো ইত্যাদি হরওয়াকত হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডে।
Mr Prime Minister @narendramodi, you copied Ayushman Bharat from Bengal. Sweet!
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 29, 2024
Bengal’s Swasthya Sathi, started two years before Ayushman. 100% paperless, cashless
Health cards are issued in the name of the woman of the family, empowering women. State pays 100% of the premium pic.twitter.com/1U2GNMF4VY
আয়ুষ্মান ভারত যোজনার বর্ধিত পরিষেবা চালু হওয়ার পর মঙ্গলবার বিজেপি নেতারা তা রাজনৈতিক ভাবে প্রচারও শুরু করেছেন। বিপরীতে সরব তৃণমূলও। বাংলায় শাসক দলের মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের দু’বছর আগে বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যে বর্ধিত পরিষেবা আয়ুষ্মান ভারতে শুরু হল, তাও বাংলায় আগে থেকেই রয়েছে। এর মানে একটাই—এগিয়ে বাংলা।