শেষ আপডেট: 21st April 2023 07:20
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের (Ayan Shil) স্ত্রী কাকলিকে ডেকে পাঠিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির তলবে এদিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) যান তিনি। সূত্রের খবর, অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে এমন কিছু নথি পাওয়া গেছে তাতে কাকলির নাম রয়েছে। কাকলির নামে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে বলেও খবর।
শুধু কাকলি নয়, অয়নের ছেলে ও অয়নের কোম্পানির দুই কর্মচারীকেও ডাকা হয়েছে। কাকলি গেলেও বাকিদের এখনও সিজিও কমপ্লেক্সে দেখা যায়নি। ইডি সূত্রে খবর, অয়নের ছেলের নামে একটি পেট্রল পাম্পও রয়েছে। অনুমান, নিয়োগ দুর্নীতিতে তোলা টাকা এই ব্যবসায় লাগানো হয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অয়নের অফিসে তল্লাশি চালায় ইডি। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। অয়ন ছিলেন ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। সূত্রের খবর, তাঁর অফিস থেকে ওএমআর শিট, চাকরিপ্রার্থীর তালিকা ইত্যাদি উদ্ধার হয়েছে। কিছু অ্যাডমিট কার্ডও পাওয়া গেছে।
কেন্দ্রীয় এজেন্সির দাবি, অয়নের কাছ থেকে যেসব ওএমআর শিট পাওয়া গেছে তা পুরসভা নিয়োগ সংক্রান্ত। এছাড়াও এমনকিছু তথ্য মিলেছে যেখানে অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নাম পাওয়া গেছে বলে ইডির দাবি।
ইডির বক্তব্য, শ্বেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে। তাঁর অ্যাকাউন্টে মোট ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। নিয়োগ দুর্নীতিতে শ্বেতার যোগ রয়েছে কিনা তা এখনও তদন্ত সাপেক্ষ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য শ্বেতাকেও ডাকা হয়।
কংগ্রেসের কৌস্তভের বাড়িতে সিআইএসএফ নিরাপত্তাবলয় দিতে হবে, নির্দেশ হাইকোর্টের