শেষ আপডেট: 27th August 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সে দেশে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিচ্ছে বলে কলকাতায় এক অনুষ্ঠানে ব্যাখ্যা করলেন আওয়ামী লিগের বরিষ্ঠ নেতা মাহবুবউল আলম হানিফ। রবিবার শহরের এক প্রেক্ষাগৃহে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক শোক সভায় আওয়ামী লিগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতের ভূমিকা, শেখ মুজিবের হত্যাকাণ্ড, সে দেশে সামরিক শাসন, গণতন্ত্রহীনতা, বিএনপি জামাত-ই- ইসলামির শাসন পেরিয়ে শেখ হাসিনার শাসনামলের বিশদ বর্ণনা দিয়ে বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বর্তমান সময়ে অনন্য উচ্চতায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নতির জন্য তিনি শেখ হাসিনার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন। মোদী ও হাসিনাকে উন্নয়নের কান্ডারী বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি জামাতের জমানায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে ওই আওয়ামী লিগ নেতা অকপটে শিকার করেন, এখনও সংখ্যালঘুদের উপর নির্যাতন পুরোপুরি বন্ধ করা যায়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যরা বিশেষভাবে টার্গেট করেছিল সংখ্যালঘু হিন্দুদের। ওই আওয়ামী লিগ নেতার দাবি, শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর হিন্দুদের উপর নির্যাতনে লাগাম দেওয়া গিয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা গিয়েছে এমন দাবি করছি না। তাঁর কথায়, সংখ্যালঘু নির্যাতন পুরোপুরি বন্ধ করতেই হাসিনা সরকারকে ক্ষমতায় রাখা জরুরি।
কলকাতার অনুষ্ঠানটির আয়োজক ভারত বাংলাদেশ মৈত্রী সঙ্ঘ নামে একটি সংগঠন। ওই সংগঠনের সভাপতি বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তাঁর আমন্ত্রণেই আওয়ামী লিগের কয়েকজন নেতা কলকাতায় এসেছেন।
বাজোরিয়া ভাষণে নাম না করে চিন নিয়ে বাংলাদেশের শাসক দলের নেতাদের সতর্ক করেন। চিনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এবং বিনিয়োগের সুযোগ করে দিয়ে শ্রীলঙ্কার দেউলিয়া অবস্থা হয়েছে, উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত বাংলাদেশে চিনের বিপুল বিনিয়োগ আছে। চিনকে এত বিপুল বিনিয়োগের সুযোগ দেওয়ার বাংলাদেশ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট ভারত সরকার। বিভিন্ন সময়ে এই ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে ঢাকাকে বার্তা দিয়েছে নয়া দিল্লি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তথা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। তিনিও শেখ হাসিনা সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরেন। ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের ঘরোয়া রাজনীতির প্রভাব, প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এমন দলের হাতে শাসন ক্ষমতা থাকা দরকার যারা উপমহাদেশের শান্তি, সৌভ্রাতৃত্ব রক্ষায় জরুরি।
মকপোলের সময় বিদ্যুতের শক খেয়ে মৃত্যু ভোটকর্মীর! পাখা ঘোরাতে গিয়েই বিপত্তি