শেষ আপডেট: 4th April 2023 10:26
দ্য ওয়াল ব্যুরো: সিকিমে ভয়াবহ তুষার ধস (avalanche in Sikkim)! নাথুলা এবং সংমো লেক সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর ১২.২০ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। জনপ্রিয় পর্যটনস্থল হওয়ায় সেখানে ঘটনার সময় পর্যটকরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বরফের নীচে বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
https://www.youtube.com/watch?time_continue=4&v=5PkJvptUYgQ&embeds_euri=https%3A%2F%2Fvoiceofsikkim.com%2F&source_ve_path=MTM5MTE3LDIzODUx&feature=emb_title
সূত্রের খবর, তুষারধস নামা শুরু হয় ১৭ মাইল এলাকায়। সেই সময় নাথুলা পাসের দিকে যাচ্ছিলেন পর্যটকরা। ধসের কারণে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয় ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু। তাঁদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও অন্তত ১৫০ জন পর্যটক বরফের তলায় চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। মৃত এবং আটকা পড়ে থাকা পর্যটকদের মধ্যে অনেক বাঙালিও থাকতে পারেন বলে আশঙ্কা।
খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিকিম পুলিশ। উদ্ধারকাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। গ্যাংটক পুলিশ জানিয়েছে, ১৩ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল পর্যটকদের। কিন্তু তাঁরা জোর করে ১৫ মাইল পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। তারপরেই ধসের কবলে পড়েন তাঁরা।