শেষ আপডেট: 8th March 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: আচমকা বসে গেল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা (Automatic signaling system)। যার জেরে শনিবার ব্যস্ত সময়ে শিয়ালদহ মেইন এবং উত্তর শাখাj বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রইল আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন।
শনিবার সকালে দমদম স্টেশনের (Dum Dum) এ ঘটনায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় রেল যাত্রীদের। পরিস্থিতির জন্য রেলকেই দায়ী করছেন নিত্যযাত্রীরা।
যাত্রীদের কথায়, শিয়ালদহ মেইন এভং উত্তর শাখায় প্রায় ফি-হপ্তায় শনি ও রবিবার কখনও সিগন্যাল তো কখনও ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়। ক্ষুব্ধ যাত্রীদের কথায়, শনি ও রবিবার যেন রেলের ‘ক্যান্সেল ডে’! তারপরও কীভাবে যান্ত্রিক গোলযোগ হয়, সেই প্রশ্নও তুলছেন যাত্রীরা।
জানা যাচ্ছে, এদিন সকাল ৯টা নাগাদ আচমকা দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পরে এক একটি ট্রেনকে ছাড়া হয়। তাতে শিয়ালদহ মেন এবং উত্তরে আপ ও ডাউন লাইনের একাধিক স্টেশনে বহু ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। অফিস টাইমে এভাবে ট্রেনের লেটের জেরে সমস্যা পড়েন নিত্যযাত্রীরা।
অনেককে ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে সড়ক পথে বাস ধরেও গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায়। গোটা ঘটনায় রেলের কাজের মান নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা। যদিও রেলের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা হয়েছিল। খবর পাওয়া মাত্র রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের মধ্যে সমস্যার সমাধান করেছেন।