শেষ আপডেট: 17th March 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন, তাই বাধ্য হয়েই নিজের শখকে দূরে ঠেলে দিতে হয়। বেরিয়ে পড়তে হয় রুটিরুজির আশায়। এমন লোকের অভাব নেই সমাজে। কিন্তু দিন গুজরানোর সন্ধানে বেরিয়েও নিজের শখকে ভুলে যাননি বেঙ্গালুরুর (Bengaluru) অটো চালক (Auto driver) !
টেক জগতের রাজধানী বেঙ্গালুরু। শহরের প্রতিটা কোণায় উদ্যোগপতিদের ভিড়। সবসময়ই যেন শহরের মানুষ ছুটছে লাভের আশায়। বড় কাচেঘেরা ইমারত থেকে শুরু করে গলির মোড় সব জায়গায় ইঁদুর দৌড়। সেই শহরেই দিনে অটো চালিয়ে রাতে উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখেন জনার্দন!
জনার্দনের জীবন এখন টুইটারের (Twitter) পাতায় অনুপ্রেরণার গল্প। সুশান্ত কোশী নামে এক টুইটার ব্যবহারকারীর দেওয়ালে থাকা সেই গল্প মন ছুঁয়েছে অনেকের। সকালে অটো নিয়ে বের হন জনার্দন। শহরের গতির সঙ্গে পাল্লা দিয়ে অটো ছোটান। তারপর সন্ধে নামলেই বসে পড়েন মোবাইলের সামনে। অর্থনীতি নিয়ে নিজের জ্ঞান ইউটিউবে ছড়িয়ে দেন। কারণ তিনি একজন অর্থনৈতিক উপদেষ্টাও (financial advisor) বটে।
নিজের অটোর পিছনে সেই কথাই লিখে রেখেছেন জনার্দন। পোস্টারে লেখা, 'প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, গোল্ড জনার্ধন ইনভেস্টর। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট'!
ইউটিউব হল এখন এমন এক মাধ্যম যেখান থেকে যে কেউ কোনও না কোনও কন্টেন্টের জোরে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কারওর কারওর ক্ষেত্রে সেটা কোটিও ছাড়ায়। লাইফস্টাইল, ট্রাভেল, ফুড আরও নানাবিধ টপিক নিয়ে কাজ করছেন প্রচুর লোক।
তবে জনার্দনের চ্যানেল আর পাঁচটা চ্যানেলের মতো নয়। এই চ্যানেলে কোনও বিনোদন নেই, বরং রয়েছে অর্থনৈতিক ভাবে নিজেকে সমৃদ্ধশালী করে তোলার সুলুকসন্ধান। সহজ সরল ভাষায় প্রতিটি বিষয় নিজের চ্যানেলে বুঝিয়ে দেন জনার্দন। আধুনিকতার ছোঁয়াও থাকে তাঁর প্রতিটি ভিডিওতে। যা মানুষের মন জয় করে নেয় সহজেই।
বালিতে জন্ডিসের প্রকোপ, সিপিএমের স্মারকলিপি পেয়েই মোকাবিলায় নামল হাওড়া পুরসভা