শেষ আপডেট: 8th March 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: অটোভাড়া নিয়ে বচসার জেরে ২২ বছরের এক তরুণীকে ছুরি মারা হল দিল্লির রাস্তায়। সোমবার দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির সামনে রাত ৮:৩০ টা নাগাদ এই ঘটনা ঘটে। এর পরে তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশকে। ততক্ষণে পেরিয়ে গেছে ৪-৫ ঘণ্টা। এখনও অধরা অভিযুক্ত অটোচালক (Auto driver)।
পুলিশ জানিয়েছে, মেহরিন রিয়াজ নামে ওই তরুণী আদতে কাশ্মীরের (Kashmiri) বাসিন্দা। তিনি দিল্লির একটি কলেজে নার্সিং নিয়ে পড়ছিলেন। থাকতেন কাছেই একটি পিজিতে। রোজ কলেজ যাওয়ার জন্য তিনি অটো ধরতেন শাহিনবাগ থেকে। সেদিনও তেমনই অটো ধরেছিলেন তিনি। তবে অটো নিউ ফ্রেন্ডস কলোনি পৌঁছতেই ঝামেলা শুরু।
মেহরিন জানিয়েছেন, তিনি অনলাইনে পেমেন্ট করতে চাইলে অটোচালক তাঁকে বলে, ক্যাশ দিতেই হবে। তাঁর কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না বলে জানান মেহরিন। এই ঝামেলা চলতে চলতে আচমকা ওই অটোচালক একটি ছুরি বার করে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ! পেটের নীচে ডানদিকে চোট পান মেহরিন। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মাঝরাতে ভয়াবহ আগুন পটাশপুরের বাজারে, পুড়ে ছাই ১টি ক্লাবঘর, তিনটি দোকান