শেষ আপডেট: 3rd April 2022 09:30
দ্য ওয়াল ব্যুরো: বারবার, সাতবার, মহিলা বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার (Australia Champion) সেরা হওয়া যেন জলভাত হয়ে গিয়েছে। রবিবার ফাইনালে ৭১ রানে অস্ট্রেলিয়া (Australia) হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে (England)।
অজিদের জয়ের পিছনে এলিসা হিলির দারুণ অবদান রয়েছে। তিনি করেছেন অনবদ্য ১৭০ রান। গ্যালারিতে ছিলেন এলিসার স্বামী মিচেল স্টার্ক। তিনিও অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন তিনটি বিশ্বকাপ। স্বামী-স্ত্রী দু’জনেই একাধিকবার বিশ্বজয়ী দলের সদস্য।
অস্ট্রেলিয়া ৫০ ওভারে করেছিল ৩৫৬/৫। বিনিময়ে ইংল্যান্ড শেষপর্যন্ত করেছে ৪৩.৪ ওভারে ২৮৫ রান। হিলি ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন ওপেনার রেচেল হেইনেস। তিনি ৬৮ রান করেন। আরও এক ব্যাটসম্যান বেথ মুনি করেছেন ৬২ রান। মহিলা বিশ্বকাপে ১৯৭৮ সালে প্রথম বার মেয়েদের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টানা তিন বার বিশ্বকাপ জিতেছিল তারা। এর পর ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতল।
ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ড্যানি ওয়াট ফিরে যান ৪ রান করে। অন্য ওপেনার ট্যামি বেমন্ট করেন ২৭ রান। অধিনায়ক হেথার নাইট করেন ২৬ রান। ইংল্যান্ডের হয়ে শতরান করেন নাতালি সিভার। ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই ভাল খেলেছে অজিরা। ফাইনালের আগে টুর্নামেন্টের ৮টি ম্যাচের আটটি ম্যাচেই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কিং এবং জেস জনাসেন। দু'টি উইকেট নিয়েছেন মেহান স্কুট। একটি করে উইকেট নিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা ও গার্ডনার।
বিশ্বকাপ তো বটেই, ওয়ান ডে সিরিজে এই প্রথম কোনও জুটি ৩বার শতরানের পার্টনারশিপ গড়লেন। হেইন্স এবং হিলি জুটি এ বার বিশ্বকাপের ফাইনালে ১৬০ রান করা ছাড়াও ভারতের বিরুদ্ধে ১২১ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৬ রানের জুটি গড়েছিলেন, এই নজির আর কারোর নেই।
হিলি-হেইন্সের ১৬০ রানের জুটিই মহিলা বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ। এর আগে ২০০৫ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কারেন রোলটন এবং লিসা স্টালেকর ১৩৯ রানের জুটি গড়েন। সেই নজির অতীত হয়ে গেল এদিন।