শেষ আপডেট: 24th February 2023 06:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতে সিরিজ চলাকালীনই মায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাই দ্বিতীয় টেস্ট শেষ হতেই তড়িঘড়ি সিডনি চলে যান তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অজি অধিনায়কের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাই এখনই সিডনি ছাড়তে পারছেন না তিনি। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তাই কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া (Australia)। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)।
শুক্রবার কামিন্স সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এই মুহূর্তে আমি ভারতে ফিরতে পারছি না। এখন আমার পরিবারের সঙ্গে থাকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার দলের থেকে এই কঠিন সময়ে যে সমর্থন পেয়েছি আমি, তা খুবই প্রসংশনীয়।'
প্রসঙ্গত, আগামী ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হচ্ছে গাভাস্কার-বর্ডার সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দুই টেস্টেই ভারতের কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার, জস হ্যাজেলউডরা। তৃতীয় টেস্টে এবার পাওয়া যাবে না বিশ্বের অন্যতম পেস বোলার কামিন্সকেও। যা টিম অস্ট্রেলিয়ার জন্য কিছুটা চাপে ফেলবে বলে মনে করছে ক্রিকেট মহল।
কামিন্সের জায়গায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা স্মিথের রয়েছে। তবে বল বিকৃতির অভিযোগে একসময় তাঁকে নেতৃত্ব ছাড়তে হয়েছিল। নির্বাসিতও হয়েছিলেন। নির্বাসন কাটিয়ে ফিরে এসে দলে যোগ দেন স্মিথ। বর্তমানে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক।
'আমার রান আউটই হারিয়ে দিল দলকে', বিশ্বকাপে বিদায় নিয়ে বললেন হরমনপ্রীত