ভাটপাড়া (Bhatpara) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অকল্যান্ড জুট (Auckland Jute Mill) মিল হঠাৎ বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ।
বন্ধ হয়ে গেল জুট মিল
শেষ আপডেট: 14 June 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধর। বন্ধই হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল। 'তোলাবাজি, ভাগ-বাটোয়ারা নিয়ে সমস্যার জন্য রাজ্যের জুট শিল্পকে শেষ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার', মিল বন্ধ হতেই আক্রমণ অর্জুন সিং (Arjun Singh)-এর।
ভাটপাড়া (Bhatpara) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অকল্যান্ড জুট (Auckland Jute Mill) মিল হঠাৎ বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই মিলে মালিকপক্ষের সঙ্গে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। শনিবার সকালেও আচমকা ওই মিল কর্তৃপক্ষের একজন শংকর তরফদারকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বেলা গড়াতেই কাজ করতে আসা শ্রমিকদের মিল ছেড়ে চলে যেতে বলা হয়। তারপরেই শ্রমিকরা বলেন, 'শুনেছি মিলে মারপিট হয়েছে, যে কারণে সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারব না।'
অন্যদিকে, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা-কর্মীরা। টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই সাহেবকে মারধর করেছে। পুলিশ কোনও কাজ করছে না।
যদিও শেষ পাওয়া খবর এই যে, এখনও অবধি ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।