শেষ আপডেট: 5th November 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: টাকার টোপ দিয়ে মহিলাদের কাছে টানার গুরুতর অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান। গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বাংলাতেও শুরু হয়েছে সদস্যপদ অভিযান।
সোমবার কাটোয়ায় দলের সদস্যপদ অভিযানে অংশ নিয়েছিলেন সুকান্ত। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, "অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে গেলে পূরণ করতে হবে ভারতীয় জনতা পার্টির ফর্ম।" ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল বিজেপির রাজ্য সভাপতির ওই মন্তব্য।
এর আগে ২৭ অক্টোবর সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, বাংলায় ১ কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রা পূরণ করতেই হবে। তিনি বলেন, ‘বাংলা থেকেই বিজেপির শুরু। বাংলার কার্যকর্তাদের উপর পুরো ভরসা আছে। কথা দিচ্ছি ২০২৬ বাংলা নরেন্দ্র মোদী সরকারের হবে।’
শাহ এও বলেন, ‘সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন। ২৬-এ বিজেপিকে রোখা যাবে না। বাংলার মসনদ আমরাই দখল করব।’
এদিন ওই প্রসঙ্গ টেনে কর্মীদের উদ্দেশে সুকান্ত বলেন, এই সদস্যপদ অভিযানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন এখন পর্যন্ত যে ১৩ কোটি মেম্বারশিপ হয়েছে তা কিন্তু নরেন্দ্র মোদী একা বা রাজ্যের রাজ্য সভাপতিরা একা করেনি। করেছেন কর্মীরা। তাই আরও বেশি মানুষের কাছে যান। বিশেষত, মহিলাদের গিয়ে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার কথা বলুন।"
সুকান্তর এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বাংলার মানুষ বিজেপিকে ভাল করে বুঝে গিয়েছে। কুৎসা করে বাংলা দখল করতে না পেরে এখন টাকার প্রলোভন দেখাচ্ছে। এসব করেও মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। ২৬ সালেও ওদের বাংলা দখলের স্বপ্ন পূরণ হবে না।"