শেষ আপডেট: 6th March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: নিজের সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগ। মহিলা বিএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই রক্ষীর স্বামীর মৃত্যু হয়েছিল কিছুদিন আগে। সেই ঘটনাতেও তাঁর নাম জড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিএসএফ কর্মীর নাম মানসী বিশ্বাস। ২০১১ সালে সুপদ বিশ্বাস নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপরই সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন। চলে যান মালদহে। অভিযোগ, সেখানে গিয়ে এক সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
এদিকে সুপদ ও তাঁদের ছেলে কৃষ্ণনগরে থাকতেন। মাঝেমধ্যে যেতেন মানসীর সঙ্গে দেখা করতে। সুপদ ও তাঁর পরিবারের কাছে খবর ছিল, মানসী বিএসএফ ক্যাম্পেই থাকেন। কিন্তু একদিন দেখা করতে গিয়ে জানতে পারেন, তিনি ভাড়া খাকেন অন্যত্র। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা হয়, দেখা হয় তাঁর প্রেমিক রঞ্জিত রায়ের সঙ্গেও। ওই দু'জন একসঙ্গে থাকেন বলে জানতে পারেন সুপদ।
পরে ছেলেকে নিয়ে ক্যাম্পে ফিরে যান। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। সুপদর দিদি উন্নতি বিশ্বাস মালদহ থানায় অভিযোগ দায়ের করেন। বিএসএফকেও বিষয়টি জানানো হয়। মানসী ও রঞ্জিত, দু'জনকে এই মর্মে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু সেসময় কাউকে গ্রেফতার করা হয়নি।
সুপদর পরিবার এরপর ক্যাম্প থেকে বাচ্চাটিকে নিয়ে কৃষ্ণনগর ফিরে যায়। সেখানে বিএসএফ ক্যাম্পে পড়াশোনা করছে সে। কিন্তু মানসী এই খবর পেতে বাচ্চাকে নিজের কাছে রাখার দাবি জানান। বাচ্চাটি মায়ের কাছে গিয়ে থাকতে না চাওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ, মারধর করে একদিন গলা টিপে মারারও চেষ্টা হয়। এরপরই সুপদর মা বিষয়টি জানতে পেরে কৃষ্ণনগর কোতওয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে মানসীকে গ্রেফতার করেছে পুলিশ।