শেষ আপডেট: 5th November 2024 20:50
দ্য ওয়াল ব্যুরো: রাজমিস্ত্রির কাজ করতে এসে ভরদুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকার ঘটনা। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতর নাম, কানাই শেখ। বাড়ি মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই বধূর স্বামী লটারির টিকিট বিক্রি করেন। ছেলে বাইরে কাজ করেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে একাই ছিলেন মহিলা। ফাঁকা বাড়িতে একা পেয়ে বাড়িতে ঢুকে পড়ে গ্রামে কাজে আসা এক রাজ মিস্ত্রি।
অভিযোগ, পিছন থেকে মহিলার মুখ চেপে ধরে। মহিলা নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। ধস্তাধস্তির সময় কার্যত বিবস্ত্র হয়ে যান তিনি। শুরু হয় পাশবিক নির্যাতন। শরীরের একাধিক জায়গায় কামড়ে ও খাঁমচে দেয় অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, তিনি কোনওক্রমে ছাড়িয়ে উঠান পর্যন্ত যখন চলে আসেন তখন কানাই শেখ ঘরের মেঝেতে থাকা একটি কাটারি তুলে তাকে আঘাত করতে আসে।
এরপর মহিলার চিৎকারে অন্যরা চলে এলে অভিযুক্ত মাঠ ধরে পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে গ্রামবাসীরা ধরে ফেলে। মারধরের পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অন্যদিকে ঘটনার পর জখম মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পেশ করা হবে।