শেষ আপডেট: 13th September 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের আনা অডিওর ভিত্তিতে তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট।
পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম সঞ্জীব দাস, ওরফে বুবলাই। শুক্রবার সন্ধেয় গড়ফা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণালের ওই অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই আন্দোলনকারীরা, এমনকী জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত নামে পুলিশ।
কুণালের কথায়, "সোর্স থেকে পাওয়া অডিও থেকে একটা বিষয় স্পষ্ট, জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করে পুরো দোষটা সরকারের ঘাড়ে চাপিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। এমনকী হামলা করার জন্য বাইরে থেকে লোক আনার পরিকল্পনাও করা হচ্ছে। সেখানে এও বলা হচ্ছে, প্রয়োজনে আন্দোলনকারীদের কয়েকজনের মাথা ফাটিয়ে দিতে।"
কুণাল এই প্রশ্নও তোলেন, "খাবারে যদি বিষ মিশিয়ে দিয়ে ষড়যন্ত্র করা হয়, তার দায়ভার কে নেবে?" এরপরই সাইবার ক্রাইমের কর্তারা তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে। একই সঙ্গে ধর্না মঞ্চে আন্দোলনকারীদের সুরক্ষার বিষয়েও তৎপর হয়েছে পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তার কারণে স্বাস্থ্যভবনে ধর্নামঞ্চ সংলগ্ন এলাকায় সিসিটিভি লাগানো হচ্ছে।