শেষ আপডেট: 18th January 2021 13:28
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতায় শেষ কবে বিজেপির এত বড় শো হয়েছে, কেউ মনে করে বলতে পারবে না। সোমবার বিকেলে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে রাসবিহারী অ্যাভিনিউর উদ্দেশে রওনা হয়েছিল শুভেন্দু অধিকারীর মিছিল। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই মিছিল পিএসসি ভবনের কাছে পৌঁছতেই রাস্তার ওপার থেকে ধেয়ে এলো একের পর ইট। আধলা ইট নিয়ে ছোড়া হল বিজেপির মিছিলে। তা সরাসরি সম্প্রচার হল বৈদ্যুতিন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। কলকাতায় বুঝি এটাই দেখা বাকি ছিল।