ফাইল ছবি
শেষ আপডেট: 17 April 2025 07:07
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে (Nandigram) পুলিশের গাড়িতে হামলা। ঘটনায় দুই পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক গুরুতর আহত হন। তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে গাড়ির চালককে বাঁচানো সম্ভব হয়নি। গরু পাচার (Cow Smuggling) রুখতে গিয়ে পুলিশ হামলার মুখে পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
বুধবার রাতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, একটু রাতের দিকে গরু পাচারের উদ্দেশে কয়েকজন দুষ্কৃতী লরি নিয়ে বের হয়। তাঁদের ধরতেই ধাওয়া করে পুলিশের গাড়ি। সেই সময়ই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হন দুই পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক।
নন্দীগ্রাম-চন্ডীপুর রাজ্য সড়কে এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা যখন টহল দিচ্ছিলেন সেই সময়ই তাঁদের গাড়িতে ধাক্কা মারে দুষ্কৃতীদের লরি। ঘটনার আকস্মিকতায় পুলিশ কর্মীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। সেই সময়ই চালককে পিষে দিয়ে লরিটি চলে যায় বলে অভিযোগ। ভোরের দিকে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে দুই পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত চালকের নাম সহদেব প্রধান। তাঁর বাড়ি নন্দীগ্রামের রেয়াপাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে এমন ঘটনা বাড়ছে। রাস্তা থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। দাবি, শুধু নন্দীগ্রামে নয়, রাজ্যের বিভিন্ন এলাকাতেই এমন ঘটনা ঘটছে। তবে পুলিশ-প্রশাসন নিষ্ক্রিয়। তাই বারবার যে ঘটনাই হোক না কেন, আক্রান্ত হচ্ছে পুলিশ।
সম্প্রতি ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের ওপর হামলা হয়েছে। জ্বালানো হয়েছে গাড়ি, ভাঙচুর করে পুলিশ কর্মীদের মারধরও করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদহ, ভাঙড় সহ একাধিক জায়গায় বারংবার একই রকমের ঘটনা ঘটে চলছে। তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি শিবির।