শেষ আপডেট: 13th March 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী। বাঁকুড়ায় পুলিশ ক্যাম্পে (Bankura Police Camp) ঢুকে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রায় ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। অবৈধভাবে বালি তোলায় (Sand Smuggling) বাধা দেওয়ার কারণে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে দাবি।
দীর্ঘদিন ধরে দামোদর থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই অনুযায়ী পদক্ষেপ করেছিল তারা। এরপরই এই হামলার ঘটনা ঘটল। বাঁকুড়ার সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন পুলিশকে মারধর করেন বলে অভিযোগ। শুধু মারধর নয়, গোটা ক্যাম্পে ভাঙচুর চালানোর হয়, ভেঙে দেওয়া হয় আসবাব! এই ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সকলকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
হামলাকারীরা সকলেই স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বেশ কিছু সময় ধরেই উত্তরবেশিয়া ক্যাম্পে মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা চলছিল এই বালি তোলা নিয়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাজে বাধা দেওয়াতেই রাগের বশে এই ঘটনা ঘটানো হয়েছে।
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, গত দু’-তিন মাস ধরে দামোদর নদের চর থেকে অবৈধ ভাবে বালি পাচার করা হচ্ছিল। তাঁদের কাছে খবর এলে সেই প্রেক্ষিতে পদক্ষেপ করেন তাঁরা। ইতিমধ্যে অবৈধ বালি পাচারে যুক্ত ট্রাক্টর আটক করা হয়েছে, গ্রেফতার হয়েছে একাধিক পাচারকারীও।
এই ঘটনার পরই মূলত পুলিশ ক্যাম্পে হামলা হল। ঘটনার সময়ে ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার (হোমগার্ড), রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ।