শেষ আপডেট: 15th June 2018 07:59
দ্য ওয়াল ব্যুরো: বেশ দামি একখানা জুতো পরে বাস স্ট্যান্ডে বসেছিল বছর তেরোর এক কিশোর। আচমকাই তিন জন এসে ওই কিশোরকে তার জাত জিজ্ঞাসা করে। নিজেকে দলিত পরিচয় দেওয়ার পরেই শুরু হয় অকথ্য অত্যাচার। দলিত হয়ে ওই কিশোর দামি জুতো পরেছে এটাই তার অপরাধ। ঘটনাটি গুজরাটের মেহসানা জেলার। ওই কিশোরকে মারধর করেই ক্ষান্ত থাকেনি তিন দুষ্কৃতী। গোটা ঘটনার ভিডিও তুলে নেয় তারা। এরপর তা আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই ওই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও জানা গিয়েছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।