শেষ আপডেট: 7th March 2022 19:18
আইএসএল-র (ISL) নজির গড়া হল না এটিকে মোহনবাগান-এর (ATK Mohun bagan)। তারা টানা অপরাজেয় ছিল, এদিন দুই গোলে জিততে পারলে বাগান শীর্ষে যেতে পারত। কিন্তু সেই সুযোগ হারাল জুয়ান ফার্নান্দোর দল। বরং জামশেদপুর (Jamshedpur FC) ১-০ গোলে জিতে লিগ-শিল্ড জিতল। তারা লিগের ম্যাজিক ফিগার ৪০ পয়েন্ট টপকে ৪৩-য়ে পৌঁছে গিয়েছে।
আইএসএলের লিগ-শিল্ড জিতল জামশেদপুর এফসি দল। জয়ের পরে ফুটবলারদের উল্লাস কাপ হাতে।
৫৬ মিনিটে তিরির রক্ষণ ভেদ করে গোল করেন ঋত্বিক দাসই। এরপরও সেটপিস পজিশন থেকে গোলের সুযোগ তৈরি হয় এটিকে মোহনবাগানের। কিন্তু লক্ষ্যপূরণ হল না। দুই গোল করার চাপেই যেন নিশ্চিন্তে খেলা হল না রয় কৃষ্ণদের। শেষ লগ্নেও সহজ গোল হাতাছাড়া হয় সবুজ-মেরুনের। https://twitter.com/IndSuperLeague/status/1500907132904165376 স্প্যানিশ কোচ ফার্নান্দোর কোচিংয়ে এই প্রথম বার হারল এটিকে মোহনবাগান। শেষ হল এ বারের আইএসএল-এ তাদের অপরাজিত থাকার দৌড়। অন্যদিকে, টানা সাত ম্যাচ জিতে জামশেদপুর নতুন রেকর্ড গড়ল। শেষ ১১টি ম্যাচের দশটিতে জিতেছে তারা। এক মাত্র ড্র করেছে বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে। আইএসএল-এর নিয়ম অনুযায়ী দু’টি দলের পয়েন্ট সমান হলে সেই দু’টি দলের মধ্যে মুখোমুখি সাক্ষাতে কী হয়েছে সেটি দেখা হয়। এর আগের লেগে জামশেদপুর ২-১ গোলে হারিয়েছিল বাগানকে। তাই রয় কৃষ্ণদের দুই গোলে জিততেই হতো, সেটি না পারায় তারা তালিকায় তিনে শেষ করল। স্প্যানিশ কোচ আগেই জানিয়েছিলেন কুঁচকিতে চোট পাওয়ায় হুগো বুমোস খেলবেন না। সুসাইরাজেরও চোট ছিল রয় কৃষ্ণর সঙ্গে জুটি বেঁধে নামতে পারেননি ডেভিড উইলিয়ামসও। কৃষ্ণর সঙ্গে কোলাসো ও মনবীরকে রেখেই দল সাজিয়েছিলেন কোচ। প্রথমার্ধে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন কোলাসো। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করা থেকে দলকে রক্ষা করেন অমরিন্দর।