শেষ আপডেট: 22nd April 2023 02:47
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে খুন হয়ে যান উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmad) ও তাঁর ভাই। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশি হেফাজতে থাকা দু’জনকে হত্যা করে তিন দুষ্কৃতী। এ নিয়ে যখন দেশ তোলপাড় তখন সামনে এল ১৬ বছর আগের ঘটনা। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০০৭ সালে প্রয়াগরাজে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) এক আত্মীয়ের জমি দখল করেছিলেন আতিক।
গ্যাংস্টার থেকে সমাজবাদী পার্টির সাংসদ হয়েছিলেন আতিক। গান্ধী পরিবারের এক আত্মীয় বীরা গান্ধীর জমির ছিল প্রয়াগরাজে। সেই জমি দখল করে নিয়েছিল আতিকের গ্যাং। সেই সময়ে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসন।
সনিয়া গান্ধী খবর পেয়েই হস্তক্ষেপ করেছিলেন। কিন্তু গোড়ায় উত্তরপ্রদেশ প্রশাসন কোনও কর্ণপাত করেনি বলে দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। সেই সময়ে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন রীতা বহুগুণা। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমায় সনিয়াজি অনুরোধ করেছিলেন। তারপর আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করেছিলাম।’
লালজি শুক্ল ছিলেন সেই সময়ের উত্তরপ্রদেশ পুলিশের আইজি আইনশৃঙ্ক্ষলা। তাঁর সঙ্গে আতিকের সংঘাত উত্তরপ্রদেশের রাজনীতি ও প্রশাসনে ছিল সর্বজনবিদিত। সেই তিনিও বলেছেন, আতিক চেষ্টা করেছিল বীরা গান্ধীর ওই জমি দখল করে রিয়েল এস্টেট করতে। পরে চাপে পড়ে জমি ফিরিয়ে দিতে বাধ্য হয়। তিনি এও বলেন, সেই সময়ে কেন্দ্রীয় সরকার যদি চাপ না দিত তাহলে বীরা গান্ধী তাঁর জমি ফেরত পেতেন না।
পাক টিভিতে ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করল ইসলামাবাদ, কেবল অপারেটরদের শাস্তির হুমকি