শেষ আপডেট: 16th November 2021 11:43
ট্রাকের ধাক্কায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের পাঁচ জনের মৃত্যু
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের অন্ততঃ ৫সদস্যের অকালমৃত্যু। মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় (Road Accident) মারা গিয়েছেন তাঁরা। বিহারের লক্ষ্মীসরাইয়ে জাতীয় সড়কের ওপর তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। ৩৩৩ নম্বর ন্যাশনাল হাইওয়েতে সংঘর্ষ হয় দুটি যানের। জানা গিয়েছে, অকালপ্রয়াত বলিউড অভিনেতার জামাইবাবু হরিয়ানার পুলিশ অফিসার ওপি সিংয়ের বোন প্রয়াত গীতা দেবীর শেষকৃত্যে যোগ দিতে গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। সুশান্তকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার সুশীল কুমার জানান, হালসি থানার পিপরায় মিডল স্কুলের কাছে ট্রাক ও গাড়ির ধাক্কা লাগে। প্রচণ্ড সংঘর্ষ হয় ট্রাক, সুমোর (এসইউভি)। সুমোর চালক সহ ৬জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের দেহ পোস্টমর্টেমের জন্য লক্ষ্মীসরাই হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতরা জামুই জেলায় ভান্দার গ্রামের বাড়ি ফিরছিলেন। উল্টোদিক থেকে জোরে ছুটে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের গাড়ির।