শেষ আপডেট: 2nd July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনার পারদ উঁচু তারেই বাধা ছিল। শুক্রবার কৌশলগত ভাবে তা আরও চড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে আগাম ঘোষণা না করেই লাদাখে পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। লেহ-র নিমোতে সেনা জওয়ান ও অফিসারদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দুর্বল কখনও শান্তি কায়েম করতে পারে না। তা পারে একমাত্র সাহসীরাই।” কমিউনিস্ট চিনের নাম মুখে না আনলেও বেজিংকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সাম্রাজ্য বিস্তারের জমানা খতম হয়ে গিয়েছে। এখন উন্নয়নের জমানা। ইতিহাস সাক্ষী রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি হয় পরাস্ত হয়েছে, কিংবা পিছু হটতে বাধ্য হয়েছে”। লাদাখের গালওয়ান উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে মুখোমুখি সংঘাতে গত ১৫ জন এক সেনা অফিসার সহ কুড়ি জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা আঘাতে চিনা বাহিনীরও এক অফিসার সহ অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তার পর থেকেই লাদাখে ফরওয়ার্ড পোস্টে ভারতীয় বাহিনী ফুঁসছে।