Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Mamata Banerjee

নেতাজি বড় চক্রান্তের শিকার! কীভাবে তাঁর মৃত্যু আজও জানতে পারলাম না: মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২৩ জানুয়ারি শাঁখ বাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি বড় চক্রান্তের শিকার! কীভাবে তাঁর মৃত্যু আজও জানতে পারলাম না: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 23 January 2025 07:44

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২৩ জানুয়ারি শাঁখ বাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে আজও নেতাজির মৃত্যু রহসের সমাধান না হওয়ার জন্য নাম না করে কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, "নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।"

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন? এদিন ফের সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।"


মুখ্যমন্ত্রীর কথায়, 'তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।" এ ব্যাপারে পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করার কথাও সে সময় জানিয়েছিলেন মমতা।

এদিন তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা রাজ্যজুড়ে প্রতিবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করি। তবে এবারই প্রথম তরাই-ডুয়ার্স থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানানো হল।"

কেন্দ্রের সমালোচনা করে এদিন মমতা বলেন, "উনি আমাদের দেশের বীর নায়ক। তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে।" ইতিমধ্যে নেতাজি-সহ দেশের শহিদদের স্মৃতিতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য। এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


ভিডিও স্টোরি