শেষ আপডেট: 3rd August 2023 10:32
দ্য ওয়াল ব্যুরো: ‘আশিতে আসিও না’... এই বৃদ্ধার জন্য কথাটা মনে হয় ঠিক হবে না। বরং তিনি বলবেন আশিতে এলেও তরতাজাই থাকবেন তিনি। বয়স তো শুধু একটা সংখ্যা। শরীর ও মনে জোর থাকলে বয়স আর এমন কী ব্যাপার। এ কথা আমরা সকলেই জানি, এমনকী প্রায়ই বলি। কিন্তু সত্যি করে কি বয়সকে হারাতে পারি আমরা? মন থেকে চাইলেও, একটা বয়সের পরে শারীরিক পরিস্থিতি কি আমাদের ইচ্ছে পূরণে বাধা হয় না? আপনি-আমি হয়তো এর উত্তরে বলব, হ্যাঁ হয়। একটা বয়সের পরে শরীরের বাধা মনের ইচ্ছেদের আটকে দেয়। কেউ হয়তো বলবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক বাধাও অনেক বাড়ে। তবে ৬৮ বছরের এই বৃদ্ধা সব বাধাকেই (working out) জয় করেছেন অবলীলায়।
বৃদ্ধার ছেলে অজয় সাংওয়ান ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন কিছুদিন আগে। সেখানে তিনি মায়ের ফিটনেস এক্সারসাইজের ভিডিও দিয়েছিলেন। আর সেটাই ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধা জিম প্রশিক্ষকের সাহায্যে ওয়েট লিফট করছেন। প্লাঙ্ক, স্কোয়াট-সহ নানা ধরনের এক্সারসাইজ করতেও দেখা গেছে তাঁকে। ইনস্টাতে তাঁর ফলোয়ার ৬ হাজারের বেশি। নানা সময়ে মায়ের শরীরচর্চা করার ভিডিও পোস্ট করেন ছেলে। সেইসব ভিডিওতে বেশ কঠিন এক্সারসাইজ করতেও দেখা যায় বৃদ্ধাকে।
একে তো কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবন, নৈশযাপন-সবমিলিয়ে বর্তমান প্রজন্মের কাছে শরীরচর্চার জন্য নেই সময়। তারপর আবার এক্সারসাইজ করার নাম শুনলে অনেকেই চলে যায় দশ হাত দূরে। সেখানে এই বৃদ্ধা তাঁর মনের জোরে নজির গড়েছেন। তাঁকে দেখে কমবয়সিরাও উৎসাহিত হবেন এই আশাই করছেন বৃদ্ধা।
বাংলাতেও এমন উদাহরণ আছে। দত্তপুকুরের 'সামুরাই ঠাকুমা'কে মনে আছে? ৬৯ বছরের এই বৃদ্ধার ভাল নাম একটা আছে বটে, কিন্তু সে নামকে পেছনে ফেলে স্থানীয় মানুষের কাছে বড় হয়ে উঠেছে তাঁর এই পরিচিতিটাই। ৬৩ বছর বয়স থেকে ক্যারাটে শিখতে শুরু করেন, ৬৯ বছর বয়সে এসে তাঁর ক্যারাটের স্কিল সকলকে মুগ্ধ করেছে। চিকিৎসকেরা বলেছেন, কোথাও কোনও অসুবিধা নেই তাঁর শরীরে। বার্ধক্যও থাবা বসাতে পারেনি।
দেখুন ভিডিও, চিনে নিন সামুরাই ঠাকুমাকে